শুক্রবার | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ কারাগারে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন আদালত। এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বলেন, পল্টন থানায় করা একটি হত্যা মামলায় কাজী জাফরউল্লাহকে গ্রেপ্তার করা হয়। অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই একে একে গ্রেপ্তার হতে থাকেন বিগত সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হলেন কাজী জাফরউল্লাহ।

তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। এ আসন থেকে সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন কাজী জাফরউল্লাহ। তবে এ নির্বাচনেও নিক্সন চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। মাঝে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন কাজী জাফরউল্লাহর স্ত্রী নিলুফা জাফরউল্লাহ। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team