সোমবার | ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দেবেন না আইনজীবী মিজানুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী মিজানুল ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

মিজানুল ইসলাম বলেন, টিমে যোগ না দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আইন মন্ত্রণালয়কে জানিয়েছি। আমার বয়স ৬৪ বছর। এ অবস্থায় রাজশাহী থেকে ট্রাইব্যুনালে গিয়ে মামলা পরিচালনা করা কষ্টকর, তাই এ সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।

তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয় সরকার। তারা হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ এবং আব্দুল্লাহ আল নোমান।

এ ছাড়া গত ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও পুনর্গঠন করা হয়েছে। সেখানেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মিজানুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team