বুধবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬ ফাল্গুন, ১৪৩১

কড়া ডায়েটে ৩ বার অজ্ঞান হয়ে হাসপাতালে অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ডায়েট বিপদ ডেকে আনতে পারে, তা আগে থেকে আন্দাজও করতে পারেননি অভিনেত্রী পূজারিণী ঘোষ। তার সঙ্গে তাই ঘটলো। ডায়েট অনুসরণ করতে গিয়ে তিনবার জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছে চিকিৎসক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণেই আচমকাই অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। ফলে তিন বার জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মডেলিং জগত থেকে অভিনয়ে আসা। গত বছরই মুক্তি পেয়েছে তাঁর ‘কৈফিয়ৎ’ নামে একটি ছবি। এছাড়া অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে অন্য ‘রূপকথা’ এবং ‘আশমানি ভোর’ নামে দুটি ছবিও।

টলিপাড়ায় বেশ কয়েক বছর রয়েছেন পূজারিণী। ‘জে এল ফিফটি’র মতো হিন্দি ওয়েব সিরিজেও অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন।

এক সাক্ষাৎকারে পূজারিণী সংবাদমাধ্যমে জানিয়ে ছিলেন, ‘শুধুমাত্র খবরে থাকার জন্য কাজ করতে আমি রাজি নই। কাজের ক্ষুধা অবশ্যই আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, সে রকম চরিত্রে অভিনয় করতে রাজি নই।’

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM