মঙ্গলবার | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের কিছু এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দুদিন পর বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে রাজধানীসহ দেশের কয়েক জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। তবে বৃষ্টির কারণে অনেক এলাকায় এটি প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এমএফ

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team