বিনোদন ডেস্ক: ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে কথা বলে আসছেন তিনি। এছাড়া দেশের বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দেখা যায় তাকে।
সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত নানা নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগের দায় দেখছেন বলে জানালেন এ অভিনেত্রী। বিশেষ করে গত ৫ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দলটির নেতাকর্মীদের নানা অন্যায় ও অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করছেন তিনি।
শনিবার (২১ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অভিনেত্রী চমক লিখেছেন, ‘পাহাড়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাহাড়িদের উসকানিদাতা কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা।’
তিনি লিখেছেন, ‘বায়তুল মোকাররমে খতিব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ। ঘটনার জন্য দায়ী কে? গোপালগঞ্জের হুজুর। কয়েকটা বাস ভাড়া করে গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসেছে। ঢাবিতে হলের ভেতর যুবককে পিটিয়ে হত্যা। অন্যতম হামলাকারী কে? ছাত্রলীগের সাবেক নেতা (সঙ্গে আরও কিছু শিক্ষার্থী)।’
এ অভিনেত্রীর ভাষ্যমতে, ‘এরপরও যখন কোনো ঘটনার পর কাউকে প্রমাণসহ বলা হয় যে, এই লোকতো লীগের। তখন এসে কমেন্ট করে বসে, “আগে সবাই শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করতো, এখন লীগ ট্যাগ দিয়ে করে।” কিরে ভাই, দুইটার প্রেক্ষাপট কি এক হলো? যাদের জন্মগত স্বভাব মারামারি, গেঞ্জাম লাগানো, এরা কী এতো সহজেই তাদের চিরাচরিত স্বভাব পরিবর্তন করতে পারবে?’
এদিকে চমকের এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একাত্মতা পোষণ করেছেন। কেউ কেউ রাজনৈতিক দলটি নিয়ে সমালোচনাও করেছেন। আবার একাংশ অভিনেত্রীর সমালোচনাও করেছেন। এআরএস