বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রুনেই হাইকমিশনারের সঙ্গে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ব্রুনেই হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ব্রুনেই-এর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান-এর সঙ্গে জামায়তের দুই নেতা সাক্ষাৎ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিগণের গঠনমূলক ভূমিকা তুলে ধরেন দলটির নেতারা। এ সময় বাংলাদেশ ও ব্রুনেইয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। পাশাপাশি তারা উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team