মঙ্গলবার | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বার্নিকাটের গাড়িবহরে হামলার আসামি সিয়াম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাধজানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (সোমবার) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম ২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে।

সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতার অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি। তার নামে আরও মামলা রয়েছে।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team