মঙ্গলবার | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘মুক্ত করো আমায়’, হার্দিককে ভুলতে পারছেন না নাতাশা?

বিনোদন ডেস্ক: বহু জল্পনার পরে বিচ্ছেদের পথে হেঁটেছেন হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্ট্যানকোভিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তারকা জুটি। বিচ্ছেদের কারণ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অনুরাগীরা।

এই মুহূর্তে ছেলেকে নিয়ে মুম্বাইয়ে রয়েছেন নাতাশা। হার্দিকের বাড়িতে ছেলের যাতায়াত রয়েছে। এবার দেশে ফিরতে কখনও শরীরচর্চা কেন্দ্রের বাইরে কখনও রূপটান কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে নাতাশাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাতাশা একটি নাচের ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যার অর্থ এমন ‘এবার মেয়েটাকে মুক্ত করো।‘ হার্দিকের সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এসেছেন নাতাশা।

বিচ্ছেদের পরও সেই ধারাই বজায় রাখলেন প্রাক্তন তারকা পত্নী। নেটাগরিকদের একাংশের ধারণা হার্দিককে ভুলতে পারছেন না নাতাশা। শোনা যায়, হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না।

বিষয়টি নিয়ে দীর্ঘ দিন যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন নাতাশা। এমনকি, বার বার হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন তিনি। তবে ফল মেলেনি। ক্রিকেট তারকার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেই নিজের দেশে চলে যান। মাস খানেক সার্বিয়ায় থেকে ফিরে আসেন মুম্বাইয়ে।

উল্লেখ্য, ২০২০ সালে মে মাসে গাঁটছড়া বেঁধেছিলেন নাতাশা ও হার্দিক। তারপরে তাদের ঘরে আসে এক পুত্রসন্তান— অগস্ত্য। ২০২৪-এর জুলাইয়ে তারা বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team