মঙ্গলবার | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রীতিলতা’ হয়ে কবে আসছেন পরীমণি?

বিনোদন ডেস্ক: ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)। তিনি জাতীয়তাবাদী বিপ্লবী এবং বাংলার ‘প্রথম নারী শহীদ’। তাকে নিয়ে ছবি করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাশিদ পলাশ। ‘প্রীতিলতা’ সিনেমায় শুটিং শুরু করেন পরীমণি। কিন্তু নানা কারণে শুটিং আটকে যায়। আবার শুরু হচ্ছে সিনেমাটির কাজ।

২০২১ সালে নির্মাণ শুরু করা হয় ‘প্রীতিলতা’ সিনেমার। প্রধান চরিত্রে ছিলেন পরীমণি। থেমে যাওয়া ছবির কাজ শুরু হওয়ার প্রস্তুতি চলছে।

‘প্রীতিলতা’ নিয়ে রাশিদ পলাশ সংবাদ মাধ্যমকে জানালেন, ‘পরীমণি মা হওয়ার কারণে আমরা মাঝখানে বিরতি নিয়েছি। এখন আবার সরকার পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, সব মিলিয়ে গুছিয়ে উঠতে একটু সময় লাগছে। এমনিতে ছবির প্রায় অর্ধেক শুটিং শেষ। বাকি অংশটুকু চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুট করব। আশা করছি, মাস দুয়েকের মধ্যে আমরা ক্যামেরা ওপেন করতে পারব।

এর আগে নির্মাতা বলেছিলেন, ‘প্রীতিলতা চরিত্রে আমাদের কাছে পরীমণিকে পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল পরীর সঙ্গে। এখন আমরা পরীকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি।’

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সাথে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন আত্মহুতি দেন।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team