সোমবার | ১৭ মার্চ, ২০২৫ | ৩ চৈত্র, ১৪৩১

১০ বছর কাজ না করেও ‘বেতন-বোনাস’ পেলেন সরকারি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের একজন সরকারি কর্মকর্তা। তিনি প্রায় ১০ বছর ধরে কোনো কাজ না করেও বেতন ও বোনাস পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ আনা হয়েছে। এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত পরিচয়ের সেই কর্মকর্তা মধ্য থাইল্যান্ডের আং থং প্রদেশের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগে একটি পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় দ্য থাইগার পত্রিকা জানিয়েছে, ওই কর্মকর্তা প্রায় ১০ বছর ধরে তার সরকারি চাকরিতে যোগ দেননি। কারণ তিনি একটি নাইটক্লাবে গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেছিলেন। এই ঘটনা দেশটির সরকারি খাতের দুর্নীতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে।

থাইগার জানিয়েছে, ওই কর্মকর্তা সারা রাত গান গেয়ে প্রতিদিনই ক্লান্ত হয়ে পড়েন। এই কারণে তিনি দিনের বেলায় চাকরির কাজটুকু এড়িয়ে যেতেন। তবে টানা ১০ বছর ধরেই এই কাজটি করলেও ওই ব্যক্তিকে বরখাস্ত করা হয়নি। এমনকি এর জন্য তাকে কোনো জরিমানা-ও দিতে হয়নি। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM