মঙ্গলবার | ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সরাসরি সম্প্রচারে লেবাননের সাংবাদিকের ওপর ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সরাসরি সম্প্রচারের সময়ে এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলেন লেবাননের এক সাংবাদিক।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এমনটা জানিয়েছে সংবাদমাধ্যম ডব্লিউআইওন।

তার নাম ফাদি বউদিয়া। মিরায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক নামের একটি গণমাধ্যমের সম্পাদক তিনি। লেবাননের বালবেক এলাকায় নিজ বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করছিলেন তিনি। একসময় ইসরায়েলি একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে তার বাড়ির জানালায়। এতে মারাত্মক আহত হন ওই সাংবাদিক।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওচিত্রে দেখা যায়, সম্পাদক বউদিয়া একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাত্কারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। এমএফ

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team