বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জুয়ায় হেরে টাকা পরিশোধে চাচার কবর খুঁড়ে কঙ্কাল চুরি

আন্তর্জাতিক ডেস্ক: জুয়া খেলে ২ লক্ষ ৩ হাজার ডলার হেরেছেন ভিয়েতনামিজ ডং। বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধের জন্য নিজের বিবেককে বিক্রি করে নেমেছেন এক নিকৃষ্ট কাজে। নিজের মৃত চাচার কবর খুঁড়ে চুরি করেছেন মাথার খুলি ও হাড়। উদ্দেশ্য, সেগুলো চড়া দামে বিক্রি করে পরিশোধ করবেন জুয়ার ঋণ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অর্থ যোগাতে চাচার পরিবারকে প্রথমে ব্ল্যাকমেইল করেন। তারা এতো পরিমাণ অর্থ দিতে সম্মতি দেননি। এরপর ক্ষোভ ও ক্রোধ নিয়ে চলে যান মৃত চাচার কবর খুঁড়তে।

গত ৯ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে। উত্তর ভিয়েতনামের থান হোয়া প্রদেশে থাকেন ৩৭ বছর বয়সী লু থানহ নাম। ঐদিন, তার চাচার কবরে ২০ সেন্টিমিটার গর্ত খননের জন্য ব্যবহার করেন একটি বেলচা। তিনি তার চাচার দেহাবশেষের কিছু অংশ সরিয়ে পাশের আবর্জনার স্তূপে লুকিয়ে রেখেছিলেন। পরে, এই কাজ করতে গিয়ে ধরা পড়েন চাচার পরিবারের কাছে।

উল্লেখ্য, স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তি চার বছর আগে মারা গিয়েছিলেন। অভিযুক্ত লু থানহ নামকে, ইতোমধ্যে, স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team