মঙ্গলবার | ১১ মার্চ, ২০২৫ | ২৬ ফাল্গুন, ১৪৩১

ইসির তিন কর্মকর্তাকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এই তিন কর্মকর্তাকে ওএসডি করে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এবং নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ইসি।

এর আগে ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান ও এনআইডি পরিচালক মো. ফরহাদ হোসেনকে ওএসডি করা হয়। এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM