মঙ্গলবার | ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্ত থেকে বিএসএফ সদস্যকে আটক করলো বিজিবি

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চান্দের হাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উপল কুমার দাস নামের ওই বিএসএফ সদস্যকে আটক করার কথা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জানায় বিজিবি।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন। এসময় তাকে আটক করা হয়।

বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team