বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব ও ইউসিবির মধ্যে এমওইউ স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। সম্প্রতি এক অনুষ্ঠানে ইউসিবির ভারপ্রাপ্ত এমডি সৈয়দ ফরিদুল ইসলাম এবং বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহির। এ সময় আরো উপস্থিত ছিলেন বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের নির্বাহী কমিটির (ফাইন্যান্স) সদস্য প্রকৌশলী ফরহাদ আহমেদ খান ও সদস্য প্রকৌশলী শ্যামল সাহাসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team