রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

রাজধানীতে বেশি দামে ইলিশ বিক্রি করায় ৪২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বেশি দামে ইলিশ মাছ বিক্রি করায় রাজধানীর কারওয়ান বাজারের পাঁচ আড়তদারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমানের নেতৃত্বে এক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে ব্যবসায়ীদের ভবিষ্যতে ইলিশ মাছ ক্রয় এবং বিক্রিতে পাকা ক্যাশ মেমো সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে, যাত্রাবাড়ীর ইলিশের আড়ত ও পাইকারি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বাজারে ২০০-এর বেশি ব্যবসায়ী দেড় কেজি সাইজের ইলিশ ১৮০০ টাকা, এক কেজি সাইজের ইলিশ ১৬০০ টাকা, ৮০০ গ্রাম সাইজের ইলিশ ১৪৫০-৭০ টাকা, ৫০০ গ্রাম সাইজের ইলিশ ৯০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করছেন।

এছাড়া, পাইকারি পর্যায়ে কমিশন এজেন্টকে তিন শতাংশ কমিশনে বিক্রি করতে দেখা গেছে। এ সময় কোনো ব্যবসায়ী পাকা রশিদ দেখাতে পারেননি।

এসব বিষয়ে ইলিশ ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যৌক্তিক দামে ইলিশ বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং সংশ্লিষ্ট ভাউচার সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM