মারুফ হাসান: বিলাসবহুল দামি জুতা পড়তেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। আল জাজিরার এক প্রতিবেদনে তিনি নিজেই এ কথা বলেছেন।
প্রতিবেদন থেকে জানা যায়, লন্ডনের এক বিখ্যাত লাক্সজারি ব্র্যান্ড হ্যারোটস থেকে তিনি জুতা কিনে ব্যবহার করেন। বাংলাদেশি টাকায় যার দাম সাড়ে ৪ লাখ থেকে ৯ লাখ টাকা। আর নামকরা সুপার ২০০ এস সুট ব্যাবহার করেন। বাংলাদেশি টাকায় ৯ লাখ টাকা।
সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০১৮ সালে নির্বাচন কমিশনে যে আয়ের সনদ জমা দিয়েছিলেন তাতে তার বাৎসরিক আয় দেখানো হয়েছিলো ৩১ লাখ ১৮ হাজার টাকা। অথচ তার একটি রোলেক্স ডেড এইট ঘড়ির দাম ২৮ লাখ ৮৬ হাজার টাকা। ওবায়দুল কাদেরের সংগ্রহে আছে বিখ্যাত সব দামি ব্র্যান্ডের ঘড়িগুলোর মূল্য কোটি টাকারও বেশি।
এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, দামি ঘড়ি ও পোশাক সবই কর্মীদের উপহার।
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ আওয়ামী লীগ সরকার পতনের আগে দুর্নীতির অভিযোগে আলোচনায় এসেছেন তিনি। ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব থাকাকালীন তার ঘড়ি বিলাস নিয়ে ওঠে সমালোচনার ঝড়। একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে কয়েক লাখ টাকা দামের রোলেস ঘড়ি ব্যবহার করার সামর্থ্য রাখেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠে। বিখ্যাত সব ব্র্যান্ডের দামি পণ্য ব্যবহার করে নিজেদের সৌখিনতার পরিচয় দিয়ে গেছেন সাবেক সরকারের মন্ত্রী ও কর্মকর্তারা। এমএফ