আন্তর্জাতিক ডেস্ক: দেশটির খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার শহরে এ ঘটনা ঘটে। শহরের ওয়ারসাক রোডের পির বালা অঞ্চলে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। জিও নিউজ
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ হয়েছে। ওয়ারশাক রোডের এসপি আরশাদ খান বলেছেন, রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বিস্ফোরণে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেছেন, সিমেন্ট ব্লকে বিস্ফোরক রাখা হয়েছিল। এরপর রিমোট কন্ট্রোল দিয়ে তা বিস্ফোরণ ঘটনো হয়। আহত চারজনকে হাসপাতালাতে নিয়ে যাওয়া হয়েছে।
দেশিটির লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেছেন, পাঁচজন আহতকে হাসপাতালে আনা হয়েছে যার মধ্যে দুই পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক রয়েছে। তবে সর্বশেষ এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
এনএইচ