শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫ | ১১ মাঘ, ১৪৩১

মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: তেল আবিবের কাছে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে কাদের-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে পেজার বিস্ফোরণ এবং বিমান হামলা চালিয়েছে তার জবাবে হিজবুল্লাহ এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো। পার্সটুডে/এসআইবি

হিজবুল্লাহ আজ (বুধবার) ঘোষণা করেছে যে, তারা একটি কাদের-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মোসাদের সদর দপ্তরে আঘাত হেনেছে। হিজবুল্লাহ বলেছে, গাজার অপ্রতিরোধ্য যোদ্ধাদের প্রতি সমর্থন এবং লেবাননের প্রতিরক্ষা বিবেচনা করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আজ সকাল সাড়ে ছয়টার দিকে মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, লেবাননে যে পেজার বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং হিজবুল্লার বিভিন্ন কমান্ডারকে শহীদ করা হয়েছে তার জন্য তেল আবিবে অবস্থিত মোসাদের এই সদর দপ্তর দায়ী।

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশে প্রবেশ করার সাথে সাথে দখলদার সামরিক বাহিনী তেল আবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বাজায়। তবে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসরাইলি গণমাধ্যম। এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM