শনিবার | ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে ফিরতে চান তসলিমা নাসরিন, ইউনূসকে খোলা চিঠি

নিউজ ডেস্ক: বাংলাদেশে ফিরে আসতে চান লেখিকা তসলিমা নাসরিন। সেই প্রসঙ্গেই অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে তসলিমা বলেছেন, এর আগে তাঁকে দেশে ফিরে আসার জন্য বলেছিলেন ইউনূস।

নিজের দেশে ফিরতে চাইছেন ‘নির্বাসিত’ লেখিকা তসলিমা নাসরিন। এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিলেন তসলিমা। এর আগে তসলিমাকে দেশে ফিরে আসার জন্য বলেছিলেন ইউনূস। সেই কথা মনে করিয়ে দিতেই সোশ্যাল মিডিয়াতে ‘খোলা চিঠি’ দিয়েছেন তসলিমা।

‘লজ্জা’ উপন্যাস লেখার জন্যই বাংলাদেশ ছাড়তে হয়েছিল তসলিমাকে। সেই উপন্যাস ‘নিষিদ্ধ’ করা হয় বাংলাদেশে। এই সঙ্গেই ১৯৯৪ সালের অগস্ট মাসে দেশ থেকে ‘বের করে’ দেওয়া হয় তাঁকে। সেই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে ফেরার জন্য একাধিকবার আবেদন করেছিলেন তসলিমা। কিন্তু তাঁকে সেই অনুমতি দেওয়া হয়নি।

চলতি বছর অগস্ট মাসেই বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে। সেখানে এখন ক্ষমতায় মুহাম্মদ ইউনূস। সাম্প্রতিক বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেছেন তসলিমা। সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সেখানের সরকারের ভূমিকার তীব্র সমালোচনাও করেছেন তিনি। আর, এই সময়েই তিনি ইউনূসকে মনে করিয়ে দিয়েছেন তাঁর কথা।

ফেসবুকে লেখা পোস্টে তসলিমা জানান, সম্ভবত ২০০৫ সালের ফ্রান্সের দোভিলে একটি অনুষ্ঠানে খাবার টেবিলে তাঁর সঙ্গে কথা হয় ইউনূসের। সেই সময়ে দেশে ফিরে আসার জন্য তসলিমাকে বলেছিলেন ইউনূস। তাঁকে যে দেশে ফিরতে দেওয়া হয় না সেই কথাও ইউনূসকে জানান তসলিমা।

ওই পোস্টে তসলিমা লিখেছেন, ইউনূস তাঁকে বলেছিলেন, ‘যেতে দেয় না আবার কী? ওটা তো আপনার দেশ, আপনার দেশে আপনার যাওয়ার, থাকার অধিকার আপনার জন্মগত। আপনাকে বাধা দেওয়ার রাইট কোনও সরকারের নেই।’ তাঁর পাসপোর্ট রিনিউ করা হয়নি। তারপরেও ‘দেশের মেয়েকে’ নিজের দেশে ফিরে আসার জন্য বলেছিলেন ইউনূস। তসলিমা জানান, তিনি যাতে বাংলাদেশে ফিরতে পারেন সেই চেষ্টা ইউনূস করবেন বলে কথা দিয়েছিলেন। ইউনূস কী আদৌ সেই চেষ্টা করেছিলেন সেটাও জানতে চেয়েছেন তসলিমা।

এরই সঙ্গে তসলিমার প্রশ্ন, এখন দেশে সর্বোচ্চ ক্ষমতা ধারণ করার পরেও কী ইউনূস তাঁকে আগের মতই বাংলাদেশে ফিরে আসার কথা বলবেন? ইউনূস এখনও তাঁকে দেশে ফেরার কথা বলতে ভয় পাচ্ছেন বলেও দাবি করেন তসলিমা। তাঁকে সাহায্য করলে ‘নতুন জিহাদি বন্ধুরা’ তাঁর মতই ইউনূসের মাথাও কেটে দেবে বলেও মন্তব্য করেছেন তসলিমা।

সেই সঙ্গে ইউনূসকে কটাক্ষ করতে ছাড়েননি এই লেখিকা। তসলিমা জানান, কোনও সুযোগ সুবিধের জন্য দেশের শত্রুদের সঙ্গে তিনি আপস করেননি। কিন্তু ইউনূস কী সেটা দেখাতে পারবেন বলেও প্রশ্ন তুলেছেন তিনি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team