সোমবার | ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপ এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক পুনর্বিবেচনা করা প্রয়োজন: ম্যাক্রন

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটি নতুন বিশ্বব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন: এই মহাদেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং তা অব্যাহত রাখার জন্য ইউরোপের উচিত রাশিয়ার সাথে তাদের বর্তমান সম্পর্ক পুনর্বিবেচনা করা।

পার্সটুডে জানিয়েছে, ম্যাক্রোন বলেছেন, ইউরোপে শান্তি ও স্থিতিশীলতার ব্যাপারে আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে। কারণ ইউরোপীয় মহাদেশটি কেবল ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার ন্যাটো সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ নয়।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের বছরগুলিতে তৈরি হবার কারণে, নতুন নতুন চ্যালেঞ্জগুলোর প্রতিক্রিয়া জানাতে প্রয়োজনীয় ক্ষমতার অভাব রয়েছে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা অসম্পূর্ণ এবং অন্যায্য, কাজেই একটি নয়া বিশ্ব ব্যবস্থা এখনই তৈরি করা প্রয়োজন।

এদিকে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও বলেছেন তাঁর দেশ রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর ব্যাপারে ইউরোপীয় সংসদের সিদ্ধান্তকে সমর্থন করে না।

গত সপ্তায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির রায়ের ভিত্তিতে একটি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে। ওই প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে জরুরি ভিত্তিতে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর পথে বাধাগুলো যেন অপসারণ করা হয়।

রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ পশ্চিমা দেশগুলির রুশ-বিরোধী অবস্থানের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমারা শেষ ইউক্রেনীয় পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মগ্ন থাকার কুমন্ত্রণা দিচ্ছে।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে রাশিয়ার ভূখণ্ডের গভীর অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি নিয়ে আলোচনা হবে।

সিএনএন এ প্রসঙ্গে আরও বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন এক সময় পশ্চিমা দূরপাল্লার অস্ত্র ব্যবহারের ওপর জোর দিচ্ছেন যখন যুদ্ধক্ষেত্রে কিয়েভের অর্জন এখনও স্পষ্ট নয়। এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team