বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘পুষ্পা-২’ থেকে বাদ তৃপ্তি দিমরি

বিনোদন ডেস্ক: ‘পুষ্পা-টু’ সিনেমার আইটেম গানে কোমর দোলানের কথা ছিল ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয়ের পর জাতীয় ক্রাশ উপাধি পাওয়া অভিনেত্রী তৃপ্তি দিমরির। তবে এবার পুষ্পা-টু থেকে থেকে নাম কাটা গেল তার।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ‘পুষ্পা-২’ সিনেমার আইটেম গানের জন্য অডিশন দিয়েছিলেন তৃপ্তি। তবে বিষয়টি ইতিবাচক হয়নি। তাই নির্মাতারা তাকে বাদ দিয়েছেন।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে নজর কেড়েছিলেন সামান্থা রুথ প্রভু। সে বছর সেরার শীর্ষে ছিল গানটি। এরপর দ্বিতীয় পার্টের আইটেম গানে কোমর দোলাতে প্রস্তাব দেওয়া হয় সামান্থাকে। তবে অভিনেত্রী তা ফিরিয়ে দেন।

সামান্থা প্রস্তাব ফেরানোর পর পুষ্পা টু-এর আইটেম গানের জন্য বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় আসে। সেই তালিকায় ছিলেন তৃপ্তি দিমরি। সামান্থার আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল। পুষ্পাপ্রেমীরা ধারণা, সামান্থাকে টেক্কা দিতে পারবে না বলেই তৃপ্তিকে প্রত্যাখ্যান করেছেন নির্মাতারা।

তৃপ্তি বাদ পড়ায় নতুন করে আইটেম গানে কে চুক্তিবদ্ধ হবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির কথা ছিল পুষ্পা-টু সিনেমাটি। তবে শেষমেশ পিছিয়ে যায় ছবিটির রিলিজ। এরপর মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয় ৬ ডিসেম্বর।

‘পুষ্পা টু’ ছবিতে জুটি বেঁধে পর্দায় আসবেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় ছবিটি বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিচ্ছেন নির্মাতারা। পুষ্পা-টুয়ের বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা ‘পুষ্পা-টু’ ছবিটির প্রথম কিস্তির মতই দারুণ সারা ফেলবে বক্স অফিসে।

এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team