রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

আদালত প্রতিবেদক: সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা য়ায়, গত ৯ সেপ্টেম্বর নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউপির ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত একই ইউনিয়নের শ্রমিক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদ হুমায়ূনকে গ্রেপ্তার করে র‌্যাব। আজ তাকে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামিপক্ষের আইনজীবী খন্দকার হালিম জানান, বয়স ও শারীরিক অসুস্থতা এবং ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM