মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর কারাগারে বন্দী মৃত্যুতে ২ কারারক্ষী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

রংপুর প্রতিনিধি: রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে ১৬ আগস্ট শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তেজনা বিরাজ করলেও বিকেল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহজাহান ও মোতালেব নামের দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

আজ সকালে কেন্দ্রীয় কারাগারের ভেতর গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার ঘটনায় দুই কয়েদির মধ্যে বিরোধ বাধে। এতে বাহারুল (৫৬) নামের এক কয়েদি মারা যান। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি।

এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারে বন্দীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে যান। তাঁরা বিক্ষুব্ধ বন্দীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রথম আলোকে বলেন, গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদের এক পর্যায়ে রফিকুল নামের এক বন্দী বাহারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। কারাগারের কর্তব্যরত নার্স এসে বাহারের শরীরের পালস পাচ্ছিলেন না। তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, একজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরের বন্দীরা প্রধান ফটক ধাক্কাধাক্কি করার চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে শাহজাহান ও মোতালেব নামের দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে।
প্রতিনিধি/এআরএস

 

 

 

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team