শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইবি ছাত্রলীগের দখল করা রুমে গ্রেনেড-আগ্নেয়াস্ত্র

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র হলে ছাত্রলীগের দখল করা রুমগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গ্রেনেড, দেশীয় আগ্নেয়াস্ত্র, বুলেটসহ মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের উদ্ধারকৃত জিনিসগুলোর মধ্যে রয়েছে- দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি, গ্রেনেড ১টি, বুলেট ৬টি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, মার্বেল ৩০০ পিস, বোমা (পটকা) ৩ প্যাকেট, ককটেল, বারুদ ৫০০ গ্রাম, চাপাতি ৫টি, রামদা ২০টি, মদের বোতল এবং কনডম।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সেনাবাহিনীর ক্যাপ্টেন সোহানুর রহামানের কাছে এসব অস্ত্র হস্তান্তর করেন তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে ছাত্রলীগের রুমে অস্ত্র আছে সন্দেহে অনিরাপদ বোধ করে তল্লাশি চালান শিক্ষার্থীরা। এ সময় রুমগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, গ্রেনেড, আগ্নেয়াস্ত্রসহ মদের বোতল পান তারা। এটি প্রথম দফায় পাওয়া গেছে বলে জানান তারা। এ ছাড়া দ্বিতীয় দফায় তারা হলগুলোর রুমগুলোতে তল্লাশি করবেন বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলে অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছি। উদ্ধারকৃত জিনিসপত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। অভিযান অব্যাহত থাকবে। প্রতিনিধি/এআরএস

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team