বৃহস্পতিবার | ২২ মে, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩২

কুমিল্লাতেই বাড়ি গোছাচ্ছেন সূচনা, জানালেন লুটপাটের আহ্বান!

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে গত ২৯ আগস্ট রাতে ভারতে পালিয়ে যান কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। পালানোর পর গত ২৫ সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সাবেক এই মেয়রকে।

তবে, পালিয়ে যাওয়ার পর আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন তিনি। ফেসবুক পোস্টের কমেন্টে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছেন তিনি। যেখানে অনেক অশ্লীল ভাষায়ও কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ডাকাতের আক্রমণে নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা। আর এরপরপরই সেই পোস্টে সূচনাকে উদ্দেশ্য করে নেটিজেনরা বিভিন্নরকম নেগেটিভ কমেন্ট করেন। সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন। এরপরে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে ফাইবার পোড়া ইস্যুতে একটি পোস্ট করেন। সেখানেও নেটিজেনদের কমেন্টের রিপ্লাইয়ে কটাক্ষ করে জবাব দেন তিনি।

সূচনার পোস্টে এক নেটিজেন কমেন্ট করেছেন, ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন? সেই কমেন্টের উত্তরে সূচনা লেখেন, আছি তো কুমিল্লা। নতুন বাসা গুছাচ্ছি তোমাদের যেন লুট, চুরি আর আগুন দিতে সুবিধা হয়।

আরেক নেটিজেনের লেখা, কুমিল্লায় আসেন আপা কমেন্টের রিপ্লাইয়ে সূচনা লেখেন, আসতাছি আরো বেশি বেশি শাড়ি, জামা, জুতা, মাছ, গাছ, সবজি, যাকাতের শাড়ি, জায়নামায, কোরআন নিয়ে, দ্বিতীয় লুটের প্রস্তুতি নাও।

সূচনার এসব রিপ্লাইয়ের প্রশংসাও করছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, আজকের কমেন্ট রিপ্লাইগুলো সেরা হইসে। সেই কমেন্টের রিপ্লাইয়ে সূচনা লেখেন, আয় হায় এটা কেন লিখলেন? লিজেন্ডরা আপনাকেও দালাল ডাকবে।

পলক ও নাহিদকে নিয়ে পোস্টে সূচনা ক্যাপশন দিয়েছেন, যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে। সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লেখেন, পলক জানি কার নেতা আছিলো আপু? সেই কমেন্টের জবাবে সূচনা লেখেন, অন্তত আমার না। গুজব চলাকালীন সময়ও আমি সাইবার সিকিউরিটি নিয়ে উনার পেইজে সরাসরি কমেন্ট করেছি। অতি মেধার যারা এখন ৬০০ টাকার ইলিশ খায়, তারাই তখনো আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল।

সাবেক মেয়র সূচনার কটাক্ষ করে এমন রিপ্লাইয়ে বেশিরভাগ নেটিজেনকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আর এসব কমেন্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন সাবেক এই মেয়র।

এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM