নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র’র দায়িত্ব বেড়েছে। উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় উপদেষ্টাদের দায়িত্ব পূণ:বণ্টনে তিনি শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।
আদিলুর রহমান বাংলাদেশের একজন খ্যাতনামা আইনজীবী ও মানবাধিকারকর্মী। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমান খানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা হয়। এ মামলায় ২০১৩ সালের ১০ আগস্ট তিনি গ্রেফতার হন। এ মামলায় ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর আদিলুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। এছাড়া ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলস থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালের ১০ অক্টোবর সুশীল সমাজের অন্য সদস্যরা মিলে মানবাধিকার সংস্থা ‘অধিকার’ প্রতিষ্ঠা করেন। ৯০ এ এরশাদ বিরোধী আন্দোলনেও ভুমিকা রাখেন তিনি।
মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সবসময়ই সরব ছিলেন। সাহসী ভূমিকা রাখায় তিনি ২০১৪ সালে রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড জিতেছিলেন। একই বছর তিনি মানবাধিকারের জন্য গোয়াংজু পুরস্কারও জেতেন। এছাড়া তিনি মানবাধিকার রক্ষাকারীদের জন্য মার্টিন এনালস অ্যাওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগী ছিলেন। আদিলুর রহমান খান ২০০৫ সালে বিএনপি ও জামায়াত জোট সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। এ পদ থেকে তিনি ২০০৭ সালে পদত্যাগ করেন।