আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় সাইবেরিয়ার আকাশে এ সামরিক বিমান বিধ্বস্ত হয়। আলএরাবিয়া নিউজ
শুক্রবার (১৬ আগস্ট) এ কথা জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ।
তিনি বলেন, টিইউ-২২এম৩ নামের বিমানটি বৃহস্পতিবার রাতে ইরকুৎস্কের একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কোবজেভ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, সেখানে সারা রাত ধরে উদ্ধার প্রচেষ্টা চালানো হয়। এ দুর্ঘটনায় একজন পাইলট প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনএইচ