আন্তর্জাতিক ডেস্ক: দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৭ আগস্ট) ভোরে এ তথ্য জানিয়েছে । এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। দক্ষিণ লেবাননের নাবাহিত শহরের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার পর এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই হামলায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। যদিও হিজবুল্লাহ’র পক্ষ থেকে রকেট হামলার বিষয়টি অস্বীকার করা হয়।
এর প্রতিশোধ নিতে বৈরুতের শহরতলীকে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল।
এছাড়া, ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়। তার নিহতের ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এ ঘটনার পর থেকেই ইরান ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছে।
এনএইচ