নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে গুম-খুন ও হামলার বিচার হবে। তারা যেন আইন কোনোভাবেই নিজের হাতে তুলে না নেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন দেবে। এতে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।
এ্যানি বলেন, শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করে দিয়েছে এক সময়ের গডফাদার মেয়র আবু তাহেরের ছেলে টিপু। তাহেরের ছেলেদের সন্ত্রাসী হামলার কারণে ৪ আগস্ট ১২ জনকে হত্যা হতে হয়েছে। অবিলম্বে দেশব্যাপী এসব সন্ত্রাসীদের মদতদাতা শেখ হাসিনাকে দেশে এনে বিচাররে আওতায় আনতে হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।
আইএফ