নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে বিচার বহির্ভুত হত্যাকান্ডের অভিযোগ আনলেন আলোচিত অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি বলেছেন, শেখ হাসিনাও তাঁর ক্ষমতা গ্রহণের প্রথম মাসে বিচার বহির্ভুত হত্যাকান্ড শুরু করেননি। যেটা ড. ইউনূস শুরু করেছেন। তিনি জাহাঙ্গীরনগরের শামীম, ঢাবির তোফাজ্জলসহ ৭/৮ জনের নাম উল্লেখ করে বলেন, ‘এগুলো কী বিচার বহির্ভুত হত্যাকান্ড নয়?’
শনিবার তার ইউটিউব চ্যানেলে তিনি এসব অভিযোগ ছাড়াও ভারতে ইলিশ রফতানি, উপদেষ্টা ড. আসিফ নজরুল, সালেহউদ্দিন উদ্দিন আহমেদসহ কয়েকজন উপদেষ্টার কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বাংলাদেশ থেকে ভারত ছাড়া ইউরোপ কিংবা আমেরিকায় ইলিশ রফতানির অনুমতি না দেয়ার তীব্র সমালোচনা করেন।
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেন। তিনি ড. সালেহ উদ্দিন আহমেদকে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের কারনে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়ার দাবি জানান।
আগ্রহীরা ‘ড. ইউনূস কই কই ভুল করতেছেন’ এমন শিরোণামে তার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পারেন।