শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনা চরিত্রে অভিনয়ে রাজি নন চিত্রনায়িকা অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। অভিনয়ের বাইরেও নানা কারণে বছরজুড়েই ছিলেন আলোচনায়। এর মধ্যে চলতি বছর জানুয়ারিতে মাত্র ১০০ টাকায় ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
তবে এখন এই নায়িকা জানান, সিনেমাটিতে আর নেই তিনি। জানান, অনেক আগেই কাজটি থেকে সরে এসেছেন তিনি। আর সিনেমাটির ব্যাপারে এখন কিছুই জানেন না তিনি।
সিনেমাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসের। চরিত্রের নাম হাসু। সে সময় এর নির্মাতা সালমান হায়দার বলেছিলেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’
অপু বিশ্বাসের কথায়, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।’
এদিকে শুটিংয়ের বিষয়ে সিনেমার পরিচালক সালমান হায়দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ‘চুক্তির কিছু দিন পর দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।’
তবে চুক্তির পরপরই অপু বিশ্বাসও বলেছিলেন, ‘ছবির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি, কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে ছিল সিনেমার গল্প।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team