শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

লা লিগায় বার্সেলোনার শুভসূচনা

স্পোর্টস ডেস্ক: নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে লা লিগায় শুভসূচনা করেছে বার্সেলোনা। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার সাথে আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও, গোল পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। এরপর অবশ্য লিড নেয় ভ্যালেন্সিয়া। পরে রবার্ট লেভান্ডফস্কির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।

শনিবার ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে প্রতিপক্ষ দুর্গে গোল পেতে বেগ পেতে হয়েছে বার্সাকে। তবে ঠিকই বল দখল ও প্রেসিংয়ে তাদেরই দাপট ছিল। ফ্লিক বার্সা অধ্যায়ের প্রথম আনুষ্ঠানিক ম্যাচে নিজের সব তারকাকে পাননি। চোটের কারণে মাঠের বাইরে আছেন ইলকাই গুন্দোয়ান, গাভি, ফ্রেংকি ডি ইয়ং ও রোনাল্দ আরাউহো।

প্রথমার্ধের শুরুতে দু’পক্ষই আক্রমণ চালিয়েছে। ১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া, তবে সেটি ভ্যালেন্সিয়া গোলরক্ষক জর্জি মামারদাশভিলি ফিরিয়ে দেন। একটু পরই আবার বার্সেলোনাকে বাঁচান মার্ক-আন্ড্রে টের স্টেগান। দিয়োগো লোপেসের ক্রস ডিফেন্ডার পাউ কুবার্সির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে ঠেকান জার্মান গোলরক্ষক। এরপর ৪৪তম মিনিটে ডেডলক ভাঙা লিড পায় স্বাগতিকরা। লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড হুগো দুরো।

প্রথমার্ধের শেষদিকে আবাও নিজেদের ভুলে গোল খেতে পারত বার্সা। যোগ করা সময়ে গোলরক্ষক টের স্টেগান প্রতিপক্ষের পায়ে বল তুলে দেন। যা গিয়ে পড়ে ভ্যালেন্সিয়া তারকা দুরোর কাছে, তবে তার প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান কুবার্সি। সেই ঝড় কাটিয়ে যোগ করা সময়ের শেষদিকে বার্সাকে সমতায় ফেরান পোলিশ তারকা লেভান্ডফস্কি। বাঁ পাশ থেকে আলেহান্দ্রো বাল্দের ক্রসে ভলিতে বল বাড়ান লামিনে ইয়ামাল। সেটি স্লাইড করে লেভা বল জালে জড়ান।

সফরকারীরা ম্যাচের লিডও পেয়ে যায় দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই। ভ্যালেন্সিয়ার বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে তারা পেনাল্টি পেয়ে যায়। এরপর স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন পোল্যান্ড স্ট্রাইকার। যা লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে লেভান্ডফস্কির ৪ ম্যাচে ষষ্ঠ গোল। এরপর ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেলেও শেষপর্যন্ত জালের ছোঁয়া পায়নি বার্সা। ম্যাচ শেষ ২-১ ব্যবধানে ফ্লিকে শিষ্যদের জয় দিয়ে।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team