বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাচ্ছেন ৬ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাচ্ছেন ৬ ডিআইজি। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সুপেরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভায় তাদের নাম চূড়ান্ত করা হয়েছে। যে ৬ ডিআইজ অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পাচ্ছেন তারা সবাই বিসিএস ১২ ব্যাচের।

তারা হলেন, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মতিউর রহমান শেখ, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আলমগীর আলম, এসবির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সরদার তমজি উদ্দিন আহমেদ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. দেলোয়ার হোসেন, এসবির প্রধান ও অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা মো. শাহ আলম, (আগামীকাল বৃহস্পতিবার তার পিআরএলে যাওয়ার তারিখ) ও সারদা পুলিশ একাডেমির ডিআইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদ।

আজ কালের মধ্যেই তাদের পদোন্নতিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM