সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫শ আসামি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্টের পর সারাদেশে কারাগার থেকে পালানো বেশির ভাগ আসামি ফিরে আসলেও ৫শ এর মতো আসামি এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

বুধবার (২ অক্টোবর) বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এছাড়াও লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি।

এসময় কারা মহাপরিদর্শক আরো জানান— সারাদেশে নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবে নিয়ম অনুযায়ি তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হবে। এছাড়াও কারাগারে বন্দীদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমান বৃদ্ধির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রনালয়ে দেয়া আছে বলে জানান তিনি।

কারাগার পরিদর্শন শেষে একটি সভায় যোগদান করেন কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। এছাড়াও সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এমএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM