শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

বিশ্বসেরা গবেষকের তালিকায় হাবিপ্রবির ২১৩ গবেষক

পায়রানিউজ ডেস্ক: অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২১৩ জন গবেষক। গত বছর এ সংখ্যা ছিল ১১২।

আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং সংস্থা ‘অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স’ এ তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের ২১৯টি দেশের ২৪ হাজার ৩৩৬ টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৪ লাখ ১৪০ জন বিজ্ঞানী ও গবেষক স্থান পান।

সংস্থার ওয়েবসাইট সূত্রে জানা যায়, ইনডেক্সটি (AD Scientific Index) সারাবিশ্বে গবেষণাপত্রের কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে ‘এইচ’ এবং ‘আই-১০’ সূচকে এ তালিকা তৈরি করে। এ পদ্ধতির উদ্ভাবক দুই গবেষকের (অধ্যাপক মুরত আলপার এবং চিহান ডজার) দাবি, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী-গবেষক-অধ্যাপকদের কাজ এবং তাদের শেষ ৬ বছরের কাজের তথ্য বিশ্লেষণের পর তা এইচ-ইনডেক্স, আইটেন-ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশিত হয়। এতে নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ, মহাদেশীয় অঞ্চল ও বিশ্বে নিজেদের অবস্থান জানা যায়।

তাছাড়া সূচকটিতে গবেষকদের বিশ্লেষণ ও বিষয়গুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে গণ্য করা হয়। কৃষি ও বনায়ন, কলা নকশা ও স্থাপত্য, ব্যবসায় ও ব্যবস্থাপনা, অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল ও প্রযুক্তি, ইতিহাস দর্শন ও ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা, প্রকৃতিবিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ মোট ১২টি ক্যাটাগরিতে এ তালিকা প্রকাশ করা হয়।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের এই তালিকায় হাবিপ্রবির গবেষকদের মধ্যে ক্রমান্বয়ে প্রথম স্থানে রয়েছেন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ক্যাটাগরিতে ফুড প্রসেসিং এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ, দ্বিতীয় মেডিক্যাল এন্ড হেলথ সায়েন্স ক্যাটাগরিতে ভেটেরিনারি অ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের অধ্যাপক ড. উম্মে ছালমা, তৃতীয় স্থানে জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রেডিং বিভাগের অধ্যাপক ডা. আব্দুল গাফফার মিয়া, চতুর্থ স্থানে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসাইন সরকার, পঞ্চম স্থানে রয়েছেন এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহা নুর কবীর।

এছাড়াও ষষ্ঠ স্থানে ক্রপ ফিজিওলজি ও ইকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসালাম, সপ্তম স্থানে রয়েছেন ফুড ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, অষ্টম স্থানে রয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল হক, নবম স্থানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম, দশম স্থানে রয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।

একে

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM