শুক্রবার | ২৩ মে, ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২

আবারো রোনালদোর আল নাসরকে হারিয়ে চ্যাম্পিয়ন আল হিলাল

স্পোর্টস ডেস্ক: সৌদি ক্লাবে সর্বোচ্চ বেতনের চুক্তিতে দেড় মৌসুম পার করে ফেলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এখনো নিজের দলকে কোনো শিরোপা জেতাতে পারেননি তিনি। এবার আরও একটি শিরোপার কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হলো রোনালদোর। রোনালদোকে কাঁদিয়ে আরও একবার সৌদি সুপার কাপের চ্যাম্পিয়ন আল নাসর।

গতকাল শনিবার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে রোনালদোদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল হিলাল।

বিরতিতে যাওয়ার আগে (৪৪ মিনিটে) গোল করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদো। তাকে অ্যাসিস্ট করেন আব্দুল রহমান গরিব। কিন্তু দ্বিতীয়ার্ধে আল হিলালের ১৭ মিনিটের ঝড়ে হিসেব পাল্টে যায়। ৫৫ মিনিট থেকে ৭২ মিনিট পর্যন্ত ৪ গোল করে আল হিলাল। বলতে গেলে দুই সার্বিয়ান তারকাই রোনালদোর স্বপ্ন ধুলিস্মাৎ করে দেন।

৫৫ মিনিটে গোল করেন আল হিলালের সার্বিয়ান মিডফিল্ডার সার্জেজ মিলিনকোভিক-সাভিক। এতে ১-১ সমতায় ফেরে আল হিলাল। এরপর ৬ মিনিটের মধ্যে আল হিলালের হয়ে দুটি গোল করে বসেন আরেক সার্বিয়ান আলেকসান্ডার মিত্রোভিক। ৬৩ ও ৬৯ মিনিটে গোল করেন তিনি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১। ৭২ মিনিটে ব্যবধান ৪-১ করেন আল হিলালের ম্যালকম। এতে রোনালদোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

গোল উৎসবে মেতে টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের শিরোপা জিতলো আল হিলাল। সবমিলিয়ে সৌদি সুপার কাপে এটি তাদের পঞ্চম শিরোপা। প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দলও আল হিলাল। আর তিনটি শিরোপা জিতে দ্বিতীয়স্থানে আছে আল নাসর।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM