নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালিন কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষের পথে। প্রস্তুত রূপরেখাও, অপেক্ষা শুধু বাস্তবায়নের। যেখানে সভাপতি হিসেবে দেখা যেতে পারে ফারুক আহমেদকে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে তিনি বোর্ড প্রধানের দায়িত্ব নেবেন। এমনটিই জানিয়েছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।
টেস্ট ক্রিকেটের দেড়শ বছরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিশেষ ম্যাচটেস্ট ক্রিকেটের দেড়শ বছরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিশেষ ম্যাচ
বিসিবির বর্তমান সভাপতি বিদেশে অবস্থান করায় এই পদ নিয়ে জটিলতা দেখা দেয়। তারপর থেকেই সভাপতি হিসেবে আলোচনায় আসে সৈয়দ আশরাফুল হক, নাজমুল আবেদীন ফাহিমের নাম। তবে বর্তমান অন্তবর্তীকালিন সরকার আস্থা রেখেছে ফারুক আহমেদের ওপর।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি,‘একটা বড় সম্ভাবনা আছে। তবে এখনও চূড়ান্ত না।’
বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, শনিবার রাতে ফারুক আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈঠকে বিসিবির গঠনতন্ত্রসহ আইসিসির বাধ্যবাধকতা নিয়ে আলোচনা হয়েছে।
ইতোমধ্যে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। তবে অন্তবর্তীকালিন কমিটিতে নাম বাদ যাচ্ছে তাদের বলে জানিয়েছে একটি সূত্র। এই দুজনের স্থালাভিষিক্ত একজন ফারুক আহমেদ। তবে অন্যজনের নাম এখনও চূড়ান্ত হয়নি।
বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে: আসিফ মাহমুদবিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে: আসিফ মাহমুদ
বিসিবির গঠনতন্ত্রে আছে পরিচালকদের মধ্য থেকে নির্বাচিত হবে সভাপতি। তবে ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে নেই। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত করে পরিচালক হিসেবে বিসিবিতে আনা হবে। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে। পরিচালকদের ভোটের জন্য যে কোরাম প্রয়োজন সেটিও প্রস্তুত আছে বলে জানতে পেরেছে দেশ রুপান্তর।
ফারুক আহমেদ এর আগে দুই মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে দলকে নেতৃত্বও দিয়েছিলেন।
পাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টাপাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
আজ রবিবার সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল বিসিবির কমিটি নিয়ে। সেখানে তিনি স্পষ্ট করে না বললেও দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আভাস দিয়েছিলেন। তিনি বলেন, ‘এই বিষয়ে কাজ চলমান আছে। কোনো একটা সমাধানে পৌঁছানোর আগে কোনো মন্তব্য করতে চাই না। খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি।’