সোমবার | ২৮ এপ্রিল, ২০২৫ | ১৫ বৈশাখ, ১৪৩২

ছাত্রদের বিক্ষোভে ছুটি নিয়ে পালালেন ঝিনাইদহের ডিসি

ঝিনাইদহ প্রতিনিধি: বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে ছুটি নিয়ে পালালেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। রোববার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের (ডিসি) দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা তার কার্যালয় ঘেরাও করে। ছাত্রদের চাপের মুখে আপাতত ৩ দিনের ছুটির দরখাস্তে লিখে তিনি দুপুর ২টার সময় জেলা প্রসাসকের কার্যালয় ত্যাগ করেন ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের কঠোর মনোভাবের কারণে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে চলে যান। তবে এ ব্যাপারে প্রসাসেনর কারো বক্তব্য পাওয়া যায়নি ।

এ সময় জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মাসুমের হাতে তিনি তার দায়িত্ব দিয়ে যান। এর আগে, জেলা প্রশাসক রফিকুল ইসলাম ছাত্রদের দ্বারা একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েন। এআরএস

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM