বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রকৌশলী মো. আইয়ুব আলীর ওপর দুর্বৃত্তদের হামলা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আইয়ুব আলীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
আইয়ুব আলীর ওপর হামলা এবং থানায় অভিযোগ দায়েরের বিষয়টি তিনি নিজেই এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ওপর প্রকাশ্যে নগ্ন হামলার ঘটনায় তার সহকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, এর পেছনে সরকার বদলের প্রভাব এবং খোদ বিআইডব্লিউটিএর একজন উচ্চপদস্থ কর্মকর্তার ইন্ধন রয়েছে।
রোববার (১৮ আগস্ট) সকাল ৯টা ৩৭ মিনিটে রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা হামলাকারীদের বিরুদ্ধে মতিঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
প্রকৌশলী আইয়ুব আলী বিআইডব্লিউটিএ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পাশাপাশি একই সংস্থার অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে (ঋণ) চলমান বিআইডব্লিউটিসি-১ এর প্রকল্পের পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিএসসি টাওয়ারে এই প্রকল্পের কার্যালয়। পিডি হিসেবে সেখানেই প্রকল্পের যাবতীয় কাজ করেন এবং প্রায় সকল কর্মদিবসে সেখানেই অবস্থান করেন তিনি। গতকাল প্রকল্প কার্যালয়ে যাওয়ার সময়ে হামলার শিকার হন এই প্রকৌশলী।
এদিকে হামলার একটি ভিডিও পাওয়া গেছে। দুই মিনিট ৩২ সেকেন্ডর ভিডিওতে দেখা যায়, প্রকৌশলী আইয়ুব আলী বিএসসি টাওয়ারের নিচে গাড়ি থেকে নেমে ভবনের ভেতরে প্রবেশের আগেই কয়েকজন যুবক তাকে ধরে এনে গেটের কাছে ফেলে উপর্যুপুরী কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় তিনি চিৎকার করলেও হামলাকারীরা বিরত হয়নি। জানতে চাইলে ভুক্তভোগী প্রকৌশলী আইয়ুব আলী গতকাল দুপুরে মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আমি গাড়ি থেকে নামার পর অজ্ঞাতনামা ৬-৭ জন দুর্বৃত্ত আমার কাছাকাছি আসে। এদের একজন পেছন থেকে আমার কলার ধরে টান দেয় এবং আমি কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে আমার ওপর হামলা চালায়। এতে আমি এবং আমাকে উদ্ধার করতে আসা আমার গাড়িচালক ও একজন অফিস সহকারি মারাত্মক আহত হই। বিষয়টি আমি বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে মতিঝিল থানায় লিখিত অভিযোগ করেছি।
মতিঝিল থানায় থানায় করা লিখিত অভিযোগে ভুক্তভোগী প্রকৌশলী উল্লেখ করেন, তিনি আজ (গতকাল শনিবার) সকাল ৯টা ৩৭ মিনিটে কার্যালয় বিএসসি টাওয়ারের (২-৩ রাজউক এভিনিউ) সামনে গাড়ি থেকে নামার সময় ৬-৭ জন যুবক অতর্কিতে হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারপিট করে। এতে তিনি বুকের ডানদিকে, বাম হাতে এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। এ সময় তার দপ্তরের অফিস সহকারী ও গাড়িচালক তাকে উদ্ধারের চেষ্টা করলে হামলাকারীরা তাদেরও আঘাত করে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। তবে হামলাকারীদের কাউকে চিনতে পারেননি বলে জানান আইয়ুব আলী।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM