বুধবার | ২৮ মে, ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

ইবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বারী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম। তারা আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন।

রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পদে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব পালনকালে তারা নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নতুন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল বারী বলেন, আমি আগেও শিক্ষক ছিলাম এখনো শিক্ষক হিসেবেই থাকতে চাই। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষায় প্রচলিত আইনে যেমন আছে সেই অনুযায়ী কাজ করবো।

এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM