রবিবার | ১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বমিডিয়ার নিশ্চুপের প্রতিবাদে জবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের এক বছর এবং লেবাননে চলমান হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সালমান সাদ বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে একটি গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিন ও লেবাননে। হামাসের ৬০ ডলারের রকেটের বিনিময়ে হাজার হাজার মানুষ হত্যাকে তারা যৌক্তিক প্রমাণ করার চেষ্টা করছে। গত জুলাইয়ে ১ হাজার ৫শ গণহত্যা আমরা দেখেছি। তাতে আমরা মর্মবেদনা অনুভব করেছি। তাহলে হাজার হাজার মানুষের উপর নির্মমতা কত ভয়াবহ হতে পারে? বিশ্বমিডিয়ার উচিত ছিল এই নিরপরাধ মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু তারা তা করেনি।

এ সময় গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আহামেদ পিয়াস বলেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মানবতার ভেতরে তারা যে অপকর্ম করছে, সে বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। তারা সবসময় সুবিধাবাদী নীতি অনুসরণ করে। অস্ত্র বিক্রি এবং তেলের বাণিজ্যের কারণে মধ্যপ্রাচ্যে করুণ অবস্থা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। তাদের দেওয়া অস্ত্রের মাধ্যমে গাঁজা আজ বড় কবরস্থানে পরিণত হয়েছে। জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM