আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল ভারত। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে কলকাতা থেকে সারাদেশে। এই ঘটনার মাঝেই নতুন করে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে দেশটির দেরাদুন নগরীতে। এবার বাসের মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক নাবালিকা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ধর্ষণের চারদিন পর শনিবার (১৭ আগস্ট) একটি মামলা নথিবদ্ধ করে তদন্তও শুরু করেছে পুলিশ। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে তারা।
রোববার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে একটি পাবলিক বাসে করে ভুক্তভোগী নাবালিকা উত্তরাখণ্ডের মোরাদাবাদ থেকে রাজধানী দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানেই দলবদ্ধ ধর্ষণের শিকার হয় মেয়েটি। তার বাড়ি দেশটির পাঞ্জাব রাজ্যে। এআরএস