শুক্রবার | ৪ জুলাই, ২০২৫ | ২০ আষাঢ়, ১৪৩২

বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন মঈন-ম্যাথিউস

ক্রীড়া প্রতিবেদক: বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। তার আগে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগেই এবার মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম কিংস।

আজ সোমবার (৭ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে এই দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে ফরচুন বরিশালে আবারো খেলবেন তামিম ইকবাল। রিটেনশন ক্রিকেটার যদি তিন জন হয় সেক্ষেত্রে তামিমের পর মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে ধরে রাখতে পারে বরিশাল।

এছাড়া বিদেশি হিসেবে পুরো সিজনের জন্য থাকছেন ডেভিড মালান এবং ফাহিম আশরাফ। আসরের শেষ ভাগে ডেভিড মিলার এবং কাইল মায়ার্সের বরিশালে যোগ দেওয়ার কথা রয়েছে। দলটির কোচিং স্টাফেও থাকছে কিছুটা পরিবর্তন। নতুন করে যুক্ত হচ্ছেন নাফিস ইকবাল।

এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM