রবিবার | ৩ নভেম্বর, ২০২৪ | ১৮ কার্তিক, ১৪৩১

স্ত্রী ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা পেলেন কারাবন্দি ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিভিন্ন অভিযোগে কারাবন্দি নেতা ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবি, পরিবারের সদস্য এবং আইনজীবীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পাঞ্জাব রাজ্যের রাজ্য সরকার। আগামী ১০ দিন, অর্থাৎ ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।

সোমবার পাঞ্জাব রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, “পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে কারাবন্দি ইমরান খানের সঙ্গে ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তার স্ত্রী বুশরা বিবি, পরিবারের লোকজন এবং আইনজীবীরা দেখা করতে পারবেন না। সার্বিক নিরাপত্তার স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।”

এই মূহূর্তে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) গত আগস্ট মাস থেকে ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন করছে দলটি। এদিকে আগামী ১৫ এবং ১৬ অক্টোবর বিশ্বের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ জোট ও আন্তঃসরকার সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসসিও’র এবারের সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তান।

গত রোববার পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছিলেন- পিটিআইয়ের কর্মী সমর্থকরা এসসিও সম্মেলনকে ঘিরে উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা করছে এবং সম্মেলন নির্বিঘ্ন করতে হলে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার পরের দিনই এই বিবৃতি জারি করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নেতৃত্বাধীন রাজ্য সরকার।

পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্যদের অনাস্থা ভোটে ২০২২ সালে ক্ষমতা হারানোর পর ২০২৩ সালের আগস্ট মাসে গ্রেপ্তার হন ইমরান খান। বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে রয়েছেন তিনি।

এদিকে মঙ্গলবার পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করবেন দলটির আইনজীবীরা।

এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM