শনিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

টিফানির অন্যতম আয়ের উৎসই হলো ময়লার স্তূপ

আন্তর্জাতিক ডেস্ক: আবর্জনাই যেন সোনার খনি। ময়লার স্তূপ দেখলে সাধারণত অনেকে নাক চেপে ধরেন, দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম। কিংবা যত দ্রুত পারেন সেই যায়গা ত্যাগ করার চেষ্টা করেন। কিন্তু টিফানি নামের এক তরুণী সেই ময়লার স্তূপ থেকে ২ বছরে আয় করেছেন প্রায় কোটি টাকা। শুনে হয়তো চোখ কপালে ওঠার মতো অবস্থা। অবাক হলেও সত্যি।

টিফানি একজন ড্রাইভার, কিন্তু তার ড্রাইভিংয়ের জায়গা কোনো সমুদ্র বা নদী নয়—সেটি ময়লার ডাস্টবিন! হাতে ময়লার গ্লাভস পরে, বড় বড় ডাস্টবিনে খুঁজে বেড়ান তিনি। আর সেখান থেকেই খাবারদাবার থেকে শুরু করে মেকআপ আর ইলেকট্রনিক্স পণ্য পর্যন্ত নানা মূল্যবান জিনিস খুঁজে পান। যা অন্যরা ফেলেছে, সেই আবর্জনাকে সম্পদে রূপান্তর করে তিনি হয়ে উঠেছেন এক অনন্য উদাহরণ।

সম্প্রতি টিফানি এক ময়লার বাক্স থেকে নিউ ব্যালান্স ব্র্যান্ডের নতুন জুতাসহ একটি বড় ব্যাগ খুঁজে পান। এসব জুতার একেক জোড়ার দাম প্রায় ১৪ হাজার টাকা। এর সঙ্গে ছিল একই ব্র্যান্ডের টি-শার্ট, পানির বোতল এবং মোজা। এমনকি তিনি একবার একটি ইলেকট্রনিক্স দোকানের ডাস্টবিনে একেবারে নতুন মোবাইল ফোনও পেয়েছিলেন, যেটির মূল্য বাজারে প্রায় ৫০ হাজার টাকা।

টিফানি সপ্তাহে দুই থেকে তিনবার বর্জ্য ফেলার বাক্সে খুঁজে বেড়ান ব্যবহারযোগ্য জিনিসপত্র। তিনি শুধু এই জিনিসগুলো নিজের কাছে রাখেন না; সামাজিক যোগাযোগমাধ্যমেও সেগুলো শেয়ার করেন। তার অনুসারীর সংখ্যা এখন ৩০ লাখেরও বেশি। তিনি তার খুঁজে পাওয়া জিনিসের সম্ভাব্য মূল্যও সেখানে তুলে ধরেন, যা দেখে অনেকেই আশ্চর্য হন।

এ বিষয়ে টিফানি বলেন, ‌আপনি কখনও জানবেন না, দোকানগুলো কখন তাদের অবিক্রিত জিনিস ফেলে দেবে। এটি আসলেই ভাগ্যের ব্যাপার। অনেক সময় অবিক্রিত বা ত্রুটিপূর্ণ জিনিসগুলো দোকান থেকে ফেলে দেওয়া হয়, আর সেগুলোই হয়ে ওঠে আমার আয় করার উৎস। তবে এই কাজটি সবসময় সহজ নয়। অনেক সময় ময়লার স্তূপে এমন কিছু থাকে যা মোটেও ব্যবহারযোগ্য নয়, তবু ধৈর্য ধরে খুঁজতে হয়।
টিফানি গত আট বছর ধরে এই কাজ করছেন। তার হিসাব অনুযায়ী, ময়লার বাক্সে খুঁজে পাওয়া জিনিস বিক্রি করে তিনি গত দুই বছরে আয় করেছেন প্রায় ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯৪ লাখ টাকার সমান।

এসসি

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team