বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

পূজায় নিরাপত্তার নিশ্চয়তা দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: চলমান দুর্গাপূজায় নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূজার বাকি সময়টুকু সুন্দরভাবে উদযাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রমনা কালী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করতে এসে এ নিশ্চয়তা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

শুভেচ্ছা বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আপনারা উৎসবমুখর সুন্দর পরিবেশে পূজা উদযাপন করতে পারছেন, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরে সব জায়গায় আমাদের লোকজন মোতায়েন আছে। আমরা আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এতদিন খুব ভালোভাবেই চলেছে, বাকি যে সময়টা আছে সেটাও সুন্দরভাবে উদযাপন করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সব ধর্মের মানুষের মাঝে সহমর্মিতা ও সহাবস্থান অতীতের মতো ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দ, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান বসবাস করে আসছি। এই যে আমাদের সহাবস্থান, একজন আরেকজনের প্রতি যে সহমর্মিতা যেটা অতীতে সবসময় বজায় ছিল, ভবিষ্যতেও এই সহমর্মিতা বজায় থাকবে।

রমনা কালী মন্দিরে সস্ত্রীক এসেছিলেন সেনাবাহিনী প্রধান। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, তিনশ বছরের পুরনো মন্দিরে এসে আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। আমরা সবাই আপনাদের পূজা পার্বণে শরিক হবো, আপনাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেব। শতাব্দীর পর শতাব্দী আমরা এটাই করে আসছি, ভবিষ্যতেও তা জারি থাকবে।

এমএফ

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM