শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

ফিলিপাইনে আবারও শনাক্ত মাঙ্কিপক্স

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ডিসেম্বরের পর থেকে এই প্রথম এ ধরনের রোগী পাওয়া গেলো। তবে ভাইরাসের ধরণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আক্রান্ত ব্যক্তি ৩৩ বছর বয়সী ফিলিপিনো পুরুষ। তিনি কখনও বিদেশ ভ্রমণ করেননি।

ওই ব্যক্তি ভাইরাসের কোন ধরণ দ্বারা আক্রান্ত সে প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র আলবার্ট ডোমিঙ্গো বলেছেন, ‘নমুনা পরীক্ষার ফল হাতে পেলে আমরা বিস্তারিত জানাতে পারব।’

গত ডিসেম্বরের পর ফিলিপাইনে এটিই মাংকিপক্স শনাক্ত হওয়ার প্রথম ঘটনা। ফিলিপাইনে এই ভাইরাস আক্রান্ত রোগী ২০২২ সালের জুলাইতে প্রথম দেখা গিয়েছিল। ভাইরাসটির সংক্রমণে সর্দি-জ্বর আর দেহে ফুসকুড়ির মত উপসর্গ দেখা যায়। সাধারণত প্রাণঘাতী না হলেও শিশু ও প্রসূতিদের জন্য এটি মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, ‘আক্রান্ত ব্যক্তির দেহে এক সপ্তাহেরও আগে উপসর্গ দেখা দেয়। প্রথমে জ্বর, তার ৪ দিন পরে দেহের বিভিন্ন স্থানে ফুসকুড়ি হতে থাকে। মুখ, পিঠ, ঘাড়, জননেন্দ্রিয়, হাত ও পায়ের তালু পর্যন্ত ফুসকুড়ি ছড়িয়ে পড়ে।’

গত বুধবার মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে ‘বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি তাদের সর্বোচ্চ সতর্কতামূলক ঘোষণা। ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো থেকে প্রতিবেশী দেশগুলোতে ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়লে এই পদক্ষেপ নেওয়া হয়। তারপরদিনই সুইডেনে এবং শুক্রবার পাকিস্তানে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এসসি

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM