শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

আবারও মা হতে চলেছেন শুভশ্রী

কলকাতা প্রতিনিধি: পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সুখবরটি দিয়েছেন শুভশ্রী-রাজ চক্রবর্তী দম্পতি। শুভশ্রীর এখন উউভান নামের এক পুত্রসন্তান রয়েছে। এবার তাঁদের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা খবরে রাজ-শুভশ্রী জানিয়ে লিখেছেন, ‘দাদা হতে চলেছে ইউভান। ইউভানের পদোন্নতি হলো। এবার বড় ভাই হতে চলেছে সে।’

এ খবর প্রকাশ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রী-রাজকে অভিনন্দন জানাচ্ছেন ভক্তরা। শুভেচ্ছা জানাচ্ছেন অনেক টালিউডের তারকাও। অভিনেত্রী মৌনী রায় লিখেছেন, ‘ছোট্ট সোনার জন্য আমার অনেক অনেক অনেক ভালোবাসা…আমি কিন্তু দারুণ মাসি হব, তাতে কোনো সন্দেহ নেই।’

রাজ–শুভশ্রী পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন নুসরাত জাহান। শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সৌমিতৃষা কুণ্ডুর মতো তারকারাও।

প্রসঙ্গত, গত মে মাসেই রাজ-শুভশ্রী বিয়ের পাঁচ বছর উদ্‌যাপন করেছিলেন। এবার পরিবারে নতুন সদস্যের আগমনের অপেক্ষা। কলকাতার গণমাধ্যম টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ জানিয়েছেন গতকাল শুভশ্রীর প্রেগন্যান্সির তিন মাস পূর্ণ হয়েছে। তাঁর ভাষায়, আসলে তিন মাস না হলে তো জানাতে নেই, তাই আমরাও ব্যাপারটা বলিনি, তিন মাস পার হতেই সবার সঙ্গে খবরটা শেয়ার করে নিলাম। তিনি আরও বললেন, ‘আমাদের পরিকল্পনায় এটিই ছিল। শুভশ্রীর দ্বিতীয় প্রেগন্যান্সি কোনোভাবেই ‘আনপ্ল্যানড নয়’। ইউভানের বয়স তিন হলে তার জন্য খেলার সঙ্গী আনার পরিকল্পনা আগেই করেছিলাম।’

শুভশ্রী-রাজ চক্রবর্তী দম্পতির এখন উউভান নামের এক পুত্রসন্তান রয়েছে

২০২০ সালের মে মাসে প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন রাজ-শুভশ্রী। ওই বছর সেপ্টেম্বরেই ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। ২০১৮ সালের ১১ মে দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন রাজ-শুভশ্রী। রাজকীয় পরিণতি পেয়েছিল এ জুটির প্রেম।

৩২ বছর বয়সী শুভশ্রীর জন্ম বর্ধমানে। তিনি ২০০৭ সালে পিতৃভূমি ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা। এখন পর্যন্ত ২৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM