বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

হঠাৎ বিসিবিতে হাজির তামিম ইকবাল!

স্পোর্টস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শনে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাকে বরণ করে নিতে মিরপুরে উপস্থিত ছিলেন বিসিবির স্টাফরা। এরই মধ্যে বিসিবিতে হাজির হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার তামিম ইকবাল খান।

সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুরের হোম অব ক্রিকেটে প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এসে গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই সরাসরি তিনি উঠে যান বিসিবি অফিসে।

এদিকে, বিসিবি কার্যালয়ে তামিমের আগমণের কারণ এখনো পরিষ্কার না হলেও জানা গেছে, তিনি মিটিং করতেই এসেছেন। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই টাইগার ওপেনার ফিট থাকা সত্ত্বেও ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে জাতীয় দলের বাইরে রেখেছিলেন। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জানান, তিনি দেশ সেরা এ ওপেনারকে আবার জাতীয় দলে দেখতে চান।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম। এরপরই তিনি জানাতে পারেন সিদ্ধান্ত। বিশেষ করে তাকে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা এ মিটিং থেকে ।

তবে দেশের সরকার পতনের পর বোর্ডের সবকিছুতেই আসছে পরিবর্তন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন দেশের বাইরে থেকে জানিয়েছেন নিজের পদত্যাগের কথা। এমন পরিস্থিতিতে তামিমের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কথা বলতে প্রস্তুত।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM